১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১০:০০, ৯ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় দোকান লুটের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় দোকান লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় দোকানের মালামাল লুটপাট ও বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী মাহমুদুল হাসান (২৮) পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা। সোমবার (৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ তিনি চিটাগাংরোড এলাকার হাজী নেকবর আলী সুপার মার্কেটের মালিক আনোয়ার হোসেন (৪০), তার ভাই দেলোয়ার (৫০) ও মিরাজকে (৩৫) অভিযুক্ত করেছেন।

মাহমুদুলের দাবি, ২০১২ সালে তিনি চিটাগাংরোড এলাকায় মার্কেট সংলগ্ন সরকারি রাস্তায় কাপড়ের দোকান দেন। তখন মার্কেট মালিক পক্ষ তার সঙ্গে একটি দোকান বিক্রয়ের চুক্তিপত্র তৈরি করে এক লাখ টাকা নেয়, পরে দোকানের পজিশনের নামে আরও চার লাখ টাকা নেয়। এরপর প্রতি মাসে জমিদার ভাতা হিসেবে ৫ হাজার টাকা করে দিতে হয়।

“১২ বছর শান্তিপূর্ণভাবে ব্যবসা চালানোর পর গত আগস্টে সরকার পরিবর্তনের পর থেকেই আনোয়ার ও দেলোয়ারের ইন্ধনে মিরাজ তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করতে শুরু করে। বাধ্য হয়ে কয়েক মাস তিনি চাঁদা দিলেও সম্প্রতি মিরাজ ও তার সহযোগীরা আরও পাঁচ লাখ টাকা দাবি করে।”

তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে দোকান বন্ধ করে দেয় এবং গত ৭ অক্টোবর রাতে দোকান লুট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরদিন সকালে দোকানে গিয়ে মাহমুদুল দেখতে পান, দোকানের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল নেই। পাশাপাশি দোকানের দারোয়ানও নিখোঁজ। তার ধারণা, দারোয়ানকে সঙ্গে নিয়েই পরিকল্পিতভাবে এ লুটের ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মার্কেটের মালিক আনোয়ার হোসেনের মুঠোফোনের নম্বরে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ মিয়া সরকার জানান, এ বিষয়ে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদেরকে ডাকা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়