সিদ্ধিরগঞ্জকে সোনারগাঁয়ের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. সাগর মল্লিক বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের খাতিরে সিদ্ধিরগঞ্জকে একবার ৫ আসনে, আরেকবার ৩ আসনে যুক্ত করার ঘটনা তিনি কঠোরভাবে প্রত্যাখ্যান করছেন।
সাগর মল্লিক বলেন, “সিদ্ধিরগঞ্জবাসী এই ধরণের নোংরা আসন ভাগাভাগির খেলা প্রত্যাখ্যান করেছেন। টোকাইদের নিয়ে ছাত্র-প্রতিনিধি বানিয়ে এর বৈধতা দেওয়া যাবে না। সিদ্ধিরগঞ্জের ছাত্র-জনতাকে এতোটা দুর্বল ভাববেন না। মনে রাখবেন, সিদ্ধিরগঞ্জের ছাত্র-জনতা শামীম ওসমানকে খেলায় পরাজিত করেছে। আর আপনারা তো শামীম ওসমানের সাথেই পারলেন না, আমাদের সাথে খেলায় পারবেন তো?”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের দলভিত্তিক আসন বিন্যাস প্রত্যাখ্যান না করলে সিদ্ধিরগঞ্জ হয়ে উঠবে মাদক ও টোকাইদের আশ্রয়স্থল। আসন ট্যাম্পারিং করে কাউকে এমপি করা যাবে না।”
এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ১ থেকে ১০ ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।