রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু সেবা, চশমা ও ওষুধ বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, তারাবো পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলার রূপসী এলাকায় রূপসী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ চক্ষু সেবা প্রদান করা হয়। দিনব্যাপী কার্যক্রমে রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় অপারেশনের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. নজরুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন।
ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাবো পৌর শাখার সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী এডভোকেট আয়নাল হক, ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে খন্দকার আল আমিন বলেন, “বর্তমান বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। চোখের সমস্যায় ভোগা অনেকেই আর্থিক অক্ষমতার কারণে চিকিৎসা নিতে পারেন না। তাই আমরা দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, ইতোমধ্যে রূপগঞ্জ উপজেলার বেশ কয়েকটি এলাকায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে এবং শত শত রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। কিছু রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্যও নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে এই চক্ষু সেবা কার্যক্রম রূপগঞ্জের সকল পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে সম্প্রসারিত হবে।





































