রূপগঞ্জে সেনা অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মাছিমপুর এলাকার সাদ্দাম, হৃদয় ও আকলিমা।
রূপগঞ্জের পূর্বাচল সেনাক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি দল মাছিমপুর এলাকার মাদক কারবারি সাব্বিরের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে কয়েকটি বস্তায় রাখা ১২৩ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সাব্বিরের সহযোগী সাদ্দাম হোসেন, হৃদয় ও আকলিমাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১ অক্টোবর) সকালে তাদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।