রূপগঞ্জে ডিবি পরিচয়ে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণের ছয় ঘণ্টা পর রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় জহির মিয়া নামের এক অপহরণকারীকে আটক করা হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ২টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের সময় তার গাড়িচালক আশিকও আক্রান্ত হন। অপহরণকারীরা নাসির মিয়াকে সাদা মাইক্রোবাসে তুলে নিলেও তার প্রাইভেটকারটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।
অপহৃত ইউপি চেয়ারম্যান নাসির মিয়া বলেন,
“আমি বুধবার বেলা ২টার দিকে ভুলতা এলাকার মার্কেন্টাইল ব্যাংকে কাজে যাই। ব্যাংক থেকে বের হওয়ার পর কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে আমাকে ও চালক আশিককে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর আমাকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং টাকা দাবি করে নির্যাতন চালানো হয়। টাকা না দিলে হত্যা করার হুমকিও দেওয়া হয়।”
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “অপহরণের খবর পেয়ে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়। রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে নাসির মিয়াকে উদ্ধার করা হয়।”