২৪ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৯, ২৩ মে ২০২৫

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণঅধিকার পরিষদের গণসমাবেশ

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণঅধিকার পরিষদের গণসমাবেশ

ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় গণসমাবেশ আয়োজন করায় সাধারণ মানুষ, যানবাহন চালক ও ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কের এক পাশে ষ্ট্যাজ ও প্যান্ডেল নির্মাণের মাধ্যমে সমাবেশের প্রস্তুতি নেয় রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ। শুক্রবার (২৩ মে) বিকেল ৩টা থেকে শুরু হয় সমাবেশের কার্যক্রম। এতে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। আয়োজনে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের অভিযোগ, গোলাকান্দাইলের আশপাশে অনেক মাঠ ও খোলা জায়গা থাকলেও ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের মতো একটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে সমাবেশের আয়োজন করা হয়েছে, যা চরম জনভোগান্তি তৈরি করেছে।

গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, হাজী শপিং কমপ্লেক্স, রেদওয়ান টাওয়ার, নুর ম্যানশন, মীর ম্যানশনসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা বলেন, “সমাবেশের কারণে সকাল থেকেই গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। উল্টো পথে গাড়ি চলায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।”

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, “আমরা স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই সমাবেশ করছি। বিকল্প রাস্তায় যান চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।”

তবে রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান বলেন, “বিষয়টি আমার জানা নেই। ইউএনও স্যারের সঙ্গে আলোচনা করে দেখছি।”
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, “গণঅধিকার পরিষদ আমাদের কাছে সমাবেশের জন্য চিঠি দিয়েছে। তবে মহাসড়ক বন্ধ করে সমাবেশ করা সম্পূর্ণ বেআইনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

সর্বশেষ

জনপ্রিয়