বন্দরে প্রবাসীর বাড়িতে চুরি

নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল কৌশলে বসত ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রবাসী জুয়েলের স্ত্রী পিংকি আক্তার জানান, ‘আমি ও আমার স্বামী প্রবাসী। আমি বন্দর থানাধীন কাজী বাড়ী পুরান বন্দর এলাকার বাসিন্দা। গত ৮ আগস্ট আমি প্রবাস থেকে ফিরে আসলে বাসায় কেউ না থাকায় অজ্ঞাত চোরের দল আমাদের বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে। আলমারিতে রাখা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।’
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’