১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৪, ৯ আগস্ট ২০২৫

বন্দরে প্রবাসীর বাড়িতে চুরি

বন্দরে প্রবাসীর বাড়িতে চুরি

নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল কৌশলে বসত ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রবাসী জুয়েলের স্ত্রী পিংকি আক্তার জানান, ‘আমি ও আমার স্বামী প্রবাসী। আমি বন্দর থানাধীন কাজী বাড়ী পুরান বন্দর এলাকার বাসিন্দা। গত ৮ আগস্ট আমি প্রবাস থেকে ফিরে আসলে বাসায় কেউ না থাকায় অজ্ঞাত চোরের দল আমাদের বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে। আলমারিতে রাখা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।’

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ

জনপ্রিয়