৩১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৫২, ২৯ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে পারফরমেন্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে পারফরমেন্স বেজড গ্রান্টস সনদ ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হবে না, সফলতার সাথে শেষ করাও জরুরি। তোমাদের সামনে এখনো অনেক লম্বা পথ রয়েছে। সেই পথ সফলতার সাথে পাড়ি দিতে হলে পরিশ্রম ও নিষ্ঠার কোনো বিকল্প নেই।’

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (SEDP) প্রকল্পের আওতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও আরও বলেন, ‘স্বাধীনতা অর্জন করা যেমন সহজ, তা রক্ষা করা অনেক কঠিন। তেমনি শিক্ষা জীবনের একটি ধাপে সাফল্য পেলে সেটিকে ধরে রাখা ও এগিয়ে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই তোমাদের এই সাফল্য যেন একবারের না হয়-তা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেলের সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সদস্য, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

সোনারগাঁ উপজেলার ২০২২-২৩ শিক্ষাবর্ষে নির্বাচিত ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা ১০ হাজার এবং এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা ২৫ হাজার টাকা করে তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছেন। পুরস্কারের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট ও সনদপত্রও প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়