৩১ জুলাই ২০২৫

প্রকাশিত: ১৯:৩৪, ২৯ জুলাই ২০২৫

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে সোবাহান মেম্বার গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে সোবাহান মেম্বার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সোবাহানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, সোমবার (২৮ জুলাই) রাতে বন্দর থানার ধামগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোবাহানের বিরুদ্ধে বন্দর শাহীমসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা ১৪(৮)২৪ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুস সোবাহান বন্দর উপজেলার ধামগড় এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ধামগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করে আসছিল।

সর্বশেষ

জনপ্রিয়