০১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:১৩, ২৯ জুলাই ২০২৫

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩০ টিনশেড ঘর

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩০ টিনশেড ঘর

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৩০টি টিনশেড বসতঘর। সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি টিনশেড বাড়ির দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মিয়া নামক এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলা থেকে প্রথমে আগুনের শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং একে একে প্রায় ৩০টি বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, ‘অগ্নিকান্ডে কেউ হতাহত না হলেও প্রায় ৩০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা।’

স্থানীয় বাসিন্দারা জানান, ঘরগুলোতে নি¤œ আয়ের মানুষ বসবাস করতেন। আগুনে তাদের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

সর্বশেষ

জনপ্রিয়