সোনারগাঁয়ে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২১ মে) সকালে এই দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কাঁচপুর ললাটি বাসস্ট্যান্ড এলাকার একটি সড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি ও পিবিআই। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কাঁচপুর এলাকার মরদেহটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা তাকে হত্যা করে সড়কে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। অন্যদিকে, পিরোজপুর এলাকায় পাওয়া মরদেহটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।