১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪০, ২২ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে আন্তঃস্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রূপগঞ্জে আন্তঃস্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৫৩তম শীতকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আমদিয়া কৃষক-শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় ১৪টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগীদের তিনটি বিভাগে (ছোট, মাঝারি ও বড়) ভাগ করে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, ক্রিকেট, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল এবং দড়ি ঘোড়ানোসহ বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আউয়াল, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন রাজ, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাসকিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সহ-সভাপতি বিপ্লব শেখ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন হোসাইন পাপ্পু।

সর্বশেষ

জনপ্রিয়