১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৫, ২৭ অক্টোবর ২০২৪

আজমেরী ওসমানের ক্যাডার শিপলু গ্রেফতার

আজমেরী ওসমানের ক্যাডার শিপলু গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর গুলিবর্ষন ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার রাতে তাকে ফতুল্লা থানার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা  মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর  সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার  রাত নয়টার দিকে ফতুল্লা থানা সীমান্তের হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকায় অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করা হয়। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র -জনতার ওপর হামলার ঘটনায় দুটি হত্যা সহ নারী নির্যাতন মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিপলু ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকার ফিরোজ গাজীর পুত্র। সে নারায়ণগঞ্জের ত্রাস আজমেরী ওসমানের ক্যাডার বলে এলাকায় পরিচিত। 

সর্বশেষ

জনপ্রিয়