ফতুল্লায় বায়ুদূষণবিরোধী অভিযানে ৩ অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটাগুলো থেকে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার অপসারণ করা হয়। পাশাপাশি এস্কেভেটরের মাধ্যমে ইট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং চিমনি আংশিক ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে কাঁচা ইট ব্যবহার অনুপযোগী করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ (৫ লাখ টাকা), মেসার্স এমএসবি ব্রিকস (৫ লাখ টাকা) এবং মেসার্স এসইউএ ব্রিকস (৫ লাখ টাকা)।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।





































