০৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৯, ৭ নভেম্বর ২০২৫

ফতুল্লায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩

ফতুল্লায় নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে মুক্তারপুর-পঞ্চবটি সড়কের কাশীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াসিন আরাফাত ওরফে বাবু (২৮), ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার আবু কালামের ছেলে। 

দগ্ধ শ্রমিকরা হলেন— রবিউল (২২), জমির আলী (২৩) এবং ইমরান (২২)। তাদেরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে তারা চারজন নির্মাণাধীন উড়ালসড়কের ব্রিজে রড টানার কাজ করছিলেন। এসময় রডটি উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে, বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমাদের জানানো হয়নি। এখন আপনার কাছ থেকে শুনলাম, খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।”

সর্বশেষ

জনপ্রিয়