কাশীপুরে এলাকার নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের একটি এলাকার স্থানীয় বাসিন্দাদের মতামতের বিরুদ্ধে গিয়ে ওই এলাকার নাম পরিবর্তনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নটির উত্তর নরসিংহপুর আদর্শনগর এলাকার কয়েকজন বাসিন্দা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার জান্নাতুল বাকি জামে মসজিদের সভাপতি মো. সাইদুর রহমান। তার অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে নাম পরিবর্তনের চেষ্টায় আছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তারা সকলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি তার।
নাম পরিবর্তন চেষ্টার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করে সাইদুর।
তিনি বলেন, “কিছুদিন ধরে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে আমার এবং আমার মসজিদ কমিটির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করেছে। যার কোন সত্যতার প্রমাণ করতে পারেনি। ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর ২০ দিন আগে তার সহযোগী শহিদ, মনির, ইশহাকসহ শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে মসজিদটির নির্মাণাধীন মালামাল ও মসজিদের সাইনবোর্ড ভাঙ্গে। এবং এক মুসল্লির উপার হামলা চালায়।”
“তাদের উদ্দেশ্যÑ উত্তর নরসিংহপুর আদর্শনগরের নাম পরিবর্তন করে চর কাশীপুর নামকরণ করা হলে আদর্শনগর মসজিদ, পঞ্চায়েত, কামাল বাজারসহ এলাকার সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে রাখা। আলমগীর, ইশহাকের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এসে এলাকার নাম নরসিংপুর আদর্শনগর হইতে পরিবর্তন করার জন্য তারা স্থানীয় লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দেয়। এরপর তারা এলাকায় পশ্চিম চর কাশীপুর নামে সীমানা নির্ধারণ ও সাইনবোর্ড লাগিয়ে দেয়।” এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জান্নাতুল বাকি জামে মসজিদের প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন, লিয়াকত আলী, সদস্য সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।