ফতুল্লায় সাবেক প্রধান শিক্ষকের দুর্নীতির তদন্তের দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগর ইউপির নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুনুর রশীদ ও তার সহযোগীদের দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে সচেতন শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে দুর্নীতি ও ফ্যাসিবাদ-বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে তা মানা না হলে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা বর্জনেরও হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশীদের দুর্নীতির তদন্ত ও তার অযৌক্তিক সুবিধা বন্ধ করা, শিক্ষার্থীদের হুমকি দানকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা এবং অভিযুক্ত সুমন ও রবিউল স্যারকে ৩ দিনের মধ্যে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, সাত দিনের মধ্যে ল্যাব চালু ও তিনদিনের মধ্যে সহশিক্ষা কার্যক্রম চালুকরণ, সাতদিনের মধ্যে বিগত বছরগুলোর আর্থিক কার্যক্রমের স্বচ্ছ অডিট করা, ১০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন করা, ৩০ দিনের মধ্যে বিদ্যালয়ের সামনের রাস্তার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার দাবি জানান শিক্ষার্থীরা।