২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ২০:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মুড়াপাড়া কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

মুড়াপাড়া কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

সরকারি মুড়াপাড়া কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন কলেজ শাখা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন কলেজ শাখা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শোয়াইব আহমেদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন জেলার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রমজান আলী।

মুহাম্মাদ আলী বলেন, “সরকারি মুড়াপাড়া কলেজ রূপগঞ্জ উপজেলার একমাত্র সরকারি কলেজ হওয়ায় শিক্ষার্থীদের প্রথম পছন্দ। শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নতুন নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদের বিকল্প নেই। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রæত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের।

মুহাম্মাদ রমজান আলী বলেন, “অতীতে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে অপরাজনীতি হয়েছে। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হলে ছাত্র সংসদ নির্বাচন জরুরি।”

মানববন্ধনে বক্তারা দ্রæত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও তফসীল ঘোষণা করে ছাত্র সংসদ কক্ষ ও ভবনের সংস্কারসহ নির্বাচনের উপযোগী পরিবেশ নিশ্চিত, কলেজ কর্তৃপক্ষের সার্বিক তত্ত¡াবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার দাবি জানান। 

সর্বশেষ

জনপ্রিয়