বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ গ্রেফতার, থানায় বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ (৪২)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আব্দুর রশিদের সমর্থকেরা ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ ও থানা ঘেরাও করেন। সময়ের সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের থানা কম্পাউন্ড থেকে বের করে দেয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী চারটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিন নেননি। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ফতুল্লা থানায় দায়ের করা ইয়াসিন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও বলেন, “আব্দুর রশিদের গ্রেফতারের বিষয়টি অনেকেই না বুঝে থানায় এসে বিক্ষোভ দেখান। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।”