১৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১৭ নভেম্বর ২০২৫

মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে মারধরের অভিযোগ দম্পত্তির বিরুদ্ধে

মাদক বিক্রিতে বাধা দেয়ায় যুবককে মারধরের অভিযোগ দম্পত্তির বিরুদ্ধে

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জের ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পত্তিসহ তাদের সহযোগীদের সন্ত্রাসী হামলায় যুবক রাজু আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার দড়ি সোনাকান্দা কেএনসেন রোডে সামাদ ফ্লেক্সিলোডের দোকানের সামনে পাকা রাস্তার উপর এই হামলার ঘটনা ঘটে।

আহত যুবক রাজু বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মাদক ব্যবসায়ী দম্পতি বিল্লাল ও তার স্ত্রী নাজমিনকে আসামি হিসেবে উল্লেখ করেন।

আহত রাজু বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা কেএনসেন রোড এলাকার মৃত মিলন মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী বিল্লাল ও নাজমিন দীর্ঘদিন ধরে মাহামুদনগর এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। বাদী রাজু বাধা দেওয়ায় বিবাদীরা তাকে হুমকি দিতো। সোমবার দুপুরে তারা অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগীর সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাদীর ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং বাদীর প্যান্টের পকেটে থাকা ব্যবসায়ীক নগদ ২০,৫০০ টাকা ছিনিয়ে নেয়।

হামলার সময় রাজু ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে অভিযুক্তরা তাকে খুন বা আরও বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত মাদক ব্যবসায়ী দম্পত্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়