১৮ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩০, ১৭ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩১, ১৭ নভেম্বর ২০২৫

বন্দরে স্বতন্ত্র প্রার্থীর নির্দেশে বাবুর্চীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

বন্দরে স্বতন্ত্র প্রার্থীর নির্দেশে বাবুর্চীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের নির্দেশে নিরীহ বাবুর্চী মীর রহমত আলীর বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠেছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী মীর রহমত আলী বাদী হয়ে বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।

তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন, সালাউদ্দিন, কাশেম, রনীসহ আরও পাঁচজনকে অভিযুক্ত করেছেন।

এর আগে, গত শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের উপজেলা নির্বাচনী সময় মীর রহমত আলী কিছু নির্বাচনী পোস্টার সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তার পাশে লাগিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাকসুদ হোসেন তাকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখান।

পরে পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছরের ১৪ নভেম্বর ( শনিবার) ১১টার সময় মাকসুদ হোসেনের নির্দেশে সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজন রহমত আলীর ঘরে অনধিকার প্রবেশ করে। তারা তাকে গালিগালাজ ও মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের মালামাল ভাঙচুর করে টিভি, কম্পিউটার বক্স, স্মার্টফোন এবং নগদ টাকা জোরপূর্বক নিয়ে যায়।

পরের দিন (১৫ নভেম্বর) সকালে বাদীর কর্মস্থলে যাওয়ার সুযোগে অভিযুক্তরা বসত ঘরে আগুন লাগিয়ে সব আসবাবপত্র ও মালামাল পুড়িয়ে ছাই করে দেয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়