১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫২, ৭ অক্টোবর ২০২৫

বন্দরে পুলিশের উপর হামলা: কাটা সিফাতকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩

বন্দরে পুলিশের উপর হামলা: কাটা সিফাতকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী কাটা সিফাতকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বন্দর থানার সাবদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিনজন পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

আহত পুলিশ সদস্যরা হলেন মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক জামাল উদ্দিন (৪২), কনস্টেবল মোবারক (৪৮) ও শিহাব (৩৫)।

গত সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রেমিক যুগল কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় ঘুরতে আসে। তখন তালিকাভুক্ত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সহযোগীরা তাদের আটক করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয়রা কাটা সিফাতকে আটক করে পুলিশকে খবর দিলে মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে এক এসআই ও দুই কনস্টেবলকে মারধর করে কাটা সিফাতকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের নাম পরিচয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়