বন্দরে কাপড় ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নারায়ণগঞ্জের বন্দরে কাপড় ব্যবসায়ী সজিব মাহমুদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মামলায় উল্লেখ করা হয়, ডাকাতদল মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ব্যবসায়ীর বাসার মেইন গেইট এবং ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে। ডাকাত দলের একজন মহিলা সদস্য ব্যবসায়ীর মায়ের চুলের মুঠি ধরে টেনে মেঝেতে ফেলে দেয়। অন্যরা ব্যবসায়ী স্ত্রীর মুখ বন্ধ করে মারধর ও ভয়ভীতি দেখায়। ডাকাত দলের একজন সদস্য হাতে থাকা লাঠি দিয়ে ব্যবসায়ীর মাকে মারাত্মকভাবে আহত করে। ডাকাতরা লকারের চাবি নিতে উদ্যত হয় এবং হত্যার হুমকি দিয়ে লকার খোলে।
এসময় ডাকাতদল লুট করে নেন- ১ ভরি ১২ আনা ওজনের ২টি স্বর্ণের চেইন যার অনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরি ওজনের ৬টি স্বর্ণের আংটি যার অনুমানিক মূল্য ৪ লাখ টাকা, ১ ভরি ওজনের ১টি নেকলেস, যার অনুমানিক মূল্য ৪ লাখ টাকা, ১ ভরি ওজনের ৩ জোড়া কানের দুল, যার অনুমানিক মূল্য ২ লাখ টাকা, ১টি ডায়মন্ড নাকফুল যার মূল্য ১৫ হাজার টাকা, নগদ ৪ লাখ ১০ হাজার টাকা, ২টি মোবাইল (মোটরোলা ও রেডমি) যার মূল্য ৩৬ হাজার টাকা।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, মামলার পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।