২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ৩

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাদের ধারাবাহিক দু’দফা সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। এ সময় হামলাকারীরা আহতদের কাছ থেকে একটি আইফোন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার ৩’শ টাকা ছিনিয়ে নেয়।

আহতরা হলেন- মোস্তাকিম ওরফে শ্রাবন (২২), তার বাবা সালাউদ্দিন (৫৫) ও মা কল্পনা বেগম (৪২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত মোস্তাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ও শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার ২৭নং ওয়ার্ডের চাপাতলী এলাকায় বাদিনীর বাড়ির সামনে।

আহত গৃহবধূ কল্পনা বেগম প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার সকালে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তার স্বামীর তিন ছোটভাই— সেলিম, শাহিন ও রুমান, তাদের স্ত্রী এবং অজ্ঞাত আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে জানা যায়, মৃত আবুল কাশেম মিয়ার ছেলে সালাউদ্দিনের সঙ্গে তার ছোটভাই সেলিম, শাহিন ও রুমানের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হামলার প্রথম ঘটনা ঘটে।

প্রথম দফায়, চাচা সেলিম হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে ভাতিজা মোস্তাকিমের মুখে কোপ দিলে তিনি গুরুতর জখম হন এবং তার তিনটি দাঁত ভেঙে যায়।

পরের দিন সকালে, চাচারা পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদিনী কল্পনা বেগম ও তার স্বামী সালাউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের এসএস পাইপ, লোহার রড ও লাঠিসোটা দিয়ে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তারা পরিবারের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সর্বশেষ

জনপ্রিয়