সাংবাদিক নুরুজ্জামানের উপর হামলা, বন্দর প্রেসক্লাবের নিন্দা

নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক নুরুজ্জামান মোল্লার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কামতাল তদন্ত কেন্দ্রে একজন মাদ্রাসা শিক্ষককে আটকের ঘটনায় সংবাদ সংগ্রহে যান সাংবাদিক নুরুজ্জামান মোল্লা। এ সময় পুলিশের সামনেই সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, পুলিশের উপস্থিতিতে একজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা স্বাধীন মতপ্রকাশের অধিকার ও সংবাদ মাধ্যমের জন্য অশনিসংকেত। এটি চরম অন্যায় ও ঔদ্ধত্যপূর্ণ।
অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রেসক্লাব নেতারা।