বন্দরে বসুন্ধরা সিমেট্রি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসুন্ধরা সিমেট্রি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানার মদনগঞ্জস্থ বসুন্ধরা সিমেট্রি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি।