বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে নারীসহ গ্রেপ্তার ৫

বন্দরে পলাতক আসামিসহ পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নেহাল সরদারেরবাগ এলাকার ইদ্রিস আলী প্রধানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বশির আহাম্মেদ (৪৮), পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তুষার (২৭), লক্ষণখোলা এলাকার মৃত আবু তাহের মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম (৩৬), মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার দেলোয়ার মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাগর (২২) ও সোনাকান্দা এলাকার রাকিব মিয়ার স্ত্রী জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুনা (২৩)।