০৯ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৮:১৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৬:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

‘পারভীন ওসমান’ ওসমান পরিবারের কেউ না: সেলিম ওসমান (ভিডিওসহ)

‘পারভীন ওসমান’ ওসমান পরিবারের কেউ না: সেলিম ওসমান (ভিডিওসহ)

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানের কড়া সমালোচনা করেছেন বর্তমান সাংসদ একেএম সেলিম ওসমান৷ তিনি বলেন, আমার ভাবীর বাড়ি নোয়াখালি কিন্তু উনি নারায়ণগঞ্জের এমপি হতে চান৷ উনি ওসমান পরিবারের কেউ না৷ ওনাকে আমার জাতীয় পার্টির কিছু মানুষ উসকানি দেয়৷ কাউকে স্বঘোষিত নেতা হতে দেবো না৷ আমি আমার পরিবারকেই সাবধান করলাম৷ আমি কাউরে ছাড় দেবো না৷

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিতাইগঞ্জের নলুয়াপাড়ায় নাসিক ১৮ নম্বর ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা রক্ষায় মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, আমি দেখি উনি মাসে মাসে বিভিন্ন জায়গায় অনুদান দেন৷ দুই দিন আগে দেখলাম, বন্দরে একটা শহীদ মিনারের জন্য পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছেন৷ ইনকাম ট্যাক্সের ফাইলটা খুলে দেখেন, এই অনুদান উনি আয় দেখিয়েছেন কিনা৷ কাউকে ছাড়বো না, কারণ আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন৷

তিনি আরো বলেন, জনগণের রায় নিয়ে নেতা হবেন। মোড়ে মোড়ে পোস্টার লাগিয়ে নেতা হবার চেষ্টা করবেন না। আমি আমার পরিবারকেই সাবধান করলাম। আমার আয় যদি ঠিক হয় তাহলে আপনার যাকাত কবুল হবে। লুটের টাকায় যাকাত হয় না। চুরি করে টাকা নিয়ে এসে মায়ের পায়ের কাছে টাকা ঢেলে দিবেন আর মা আপনাকে দোয়া করবে। ওই দোয়া ফালতু, ওই দোয়া হয় না। আপনি চুরি করে টাকা নিয়ে এসে ছেলেকে দিলে বিচার আপনার হবে, আপনার ছেলের হবে না। শুধু নামাজ পড়লেই হবে না, নিয়মকানুনও জানতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসাইন, সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্সের খালেদ হায়দার খান, বাংলাদেশ পাট আড়ৎ সমিতির সভাপতি ফয়েজউদ্দিন লাভলু প্রমুখ৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়