মাসুদুজ্জামানের পক্ষে সোনাকান্দায় ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বন্দরের ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এলাকাসহ বিভিন্ন স্থানে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ শেষে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন বলেন, “আগামীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত নারায়ণগঞ্জ গড়তে মাসুদ ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবো।”
তিনি আরও বলেন, “এই ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিতকরণসহ নানা কর্মসূচি। জনগণের ভোটে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, সাবেক যুবদল নেতা ইসলা উদ্দিন ঈসা, ২০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মামুন, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসীমউদ্দীন তোতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।