১২ তারিখ চাঁদাবাজ ও জুলুম তন্ত্রের শেষ দিন হবে: সিরাজুল মামুন
নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, "বাংলাদেশের মানুষ তাদের সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়ে ফেলেছে। দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা আছে এবং কিছু মানুষ ভীতি সৃষ্টি করছে। গতকাল আমি একটি এলাকায় গিয়ে শুনেছি, মানুষ বলেছে—‘ভাই, আপনাকে ভোট দেবো গোপনে, প্রকাশ করতে পারবো না।’ এটি প্রমাণ করে কিছু প্রার্থী ভোট কেন্দ্র দখল, নিপীড়ন ও নির্যাতনের পরিকল্পনা করছে।"
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরীর গলাচিপা রেল লাইন ও জামতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, "দেশের মানুষ একটি নিপীড়ক শক্তিকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছিল। তারা ১২ তারিখে যারা বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করতে চায়, তাদের সেই স্বপ্ন পূরণ হতে দিবে না। মানুষ দৃঢ়তার সঙ্গে সব ধরনের দমনমূলক শক্তি মোকাবিলা করতে প্রস্তুত।"
সিরাজুল মামুন বলেন, "গত ১৬-১৭ বছর ধরে নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ কষ্টে জীবনযাপন করছে। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা এলাকাকে সন্ত্রাসীদের নগরীতে পরিণত করেছেন। বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় গত ১৬-১৭ মাসে এখানে চাঁদাবাজি চালানো হয়েছে, যা সাধারণ মানুষ সহ্য করতে পারছে না। ১২ তারিখ চাঁদাবাজ ও জুলুম তন্ত্রের শেষ দিন হবে ইনশাআল্লাহ।"
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ও দশ দলীয় জোটের নেতা-কর্মীরা।





































