২৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩২, ২৬ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৫: বাসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫: বাসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনের বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা ও বিকাল ৪টায় ১৩, ১৪ ও ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় তিনি আখড়া মোড়, পানির ট্যাঙ্কি, মাসদাইর বাজার, ভূঁইয়ারবাগ ও নন্দীপাড়া এলাকায় জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

তার সাথে উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, ১৬নং ওয়ার্ডের নেতা লিলু মিয়া, মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সংগঠক মুন্নি সরদার, বাসদ নেতা সেলিম আলাদ্বীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগে তিনি বলেন, “অনেক প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন এবং কোটি কোটি টাকা খরচ করছেন। এই টাকার উৎস জনগণের কাছে পরিষ্কার করা উচিত। নির্বাচনকে সুষ্ঠু ও সমতাভিত্তিক করলে সত্যিকার অর্থে মানুষের আশা ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। তাই সাধারণ মানুষ যেন নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।”

সর্বশেষ

জনপ্রিয়