‘নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে’, অভিযোগ শাহ আলমের
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম অভিযোগ করে বলেছেন, “আমাদের কর্মীদেরকে বিশেষ করে যারা বিভিন্ন এলাকা ও ওয়ার্ডে কাজ করছে, তাদের মধ্যে প্রধান প্রধান এজেন্টদের ফোন করে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সামনাসামনিও হুমকি দিচ্ছে যে, ১২ তারিখের পরে দেখা যাবে। তারা আমার এজেন্টদেরকে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছে। এবিষয়ে প্রশাসনকে অবগত করেছি।”
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে এনায়েতনগর ইউনিয়নের পূর্ব মাসদাইর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “গত ১৭ বছর বিএনপির জন্য কষ্ট করেছি এবং আমার সঙ্গে যারা কাজ করছে তারা সকলে বিএনপির নেতাকর্মী। দল জোটের স্বার্থে হয়তো কাউকে মনোনয়ন দিয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা তাকে মন থেকে মেনে নিতে পারেনি। এলাকাবাসীরাও মেনে নিতে পারেনি। এজন্য জনগণ ও নেতাকর্মীদের স্বার্থে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়িয়েছি।”
বিএনপি থেকে বহিষ্কার নিয়ে শাহ আলম বলেন, “দল আমাকে সাধারণ নিয়ম অনুযায়ী বহিষ্কার করেছে। কিন্তু আমার একটাই বক্তব্য, ২০০৮ সালে প্রয়াত বেগম খালেদা জিয়ার হাত ধরেই আমার রাজনীতি শুরু। এবং তিনি আমাকে ৮ ও ১৮ সালে মনোনয়ন দিয়েছিলেন। আমাকে একবার কেন? একশবারও যদি বহিষ্কার করা হয়, কিন্তু আমার মন থেকে বেগম জিয়া ও বিএনপিকে কেউ মুছে ফেলতে পারবে না।”
স্বতন্ত্র প্রার্থী বলেন, “মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার মানুষের একটাই কথা, আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাই। সরকার ও প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং যার ভোট সে দিতে পারে, তাহলে এখানে একটি ভোটের বিপ্লব হবে ইনশাআল্লাহ। এবং আমি প্রত্যাশা করি, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হরিণ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে।”
গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।





































