২৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৫, ২৬ জানুয়ারি ২০২৬

আমরা নারীদের জন্য নিরাপদ নগর-বন্দর গড়ে তুলতে চাই: তারিকুল

আমরা নারীদের জন্য নিরাপদ নগর-বন্দর গড়ে তুলতে চাই: তারিকুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন গণসংযোগ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) শহরের ১৩ ও ১৪ নম্বর (নাসিক) ওয়ার্ডের অন্তর্ভুক্ত গলাচিপা, মাসদাইর, জিউজ পুকুর, দেওভোগ পাক্কা রোড, পালপাড়া, নন্দীপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহ সভাপতি সৃজয় সাহা, রনি শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে তারিকুল ইসলাম সুজন বলেন, “নির্বাচিত হলে শিশু ও নারীবান্ধব শহর-বন্দর গড়া আমার প্রধান চ্যালেঞ্জ হবে। আমরা সকলেই জানি একজন নারীকে ঘর থেকে বের হবার পর কতোটা অনিরাপদ অনুভব করতে হয়। এই শহরে লক্ষাধিক নারী শ্রমিক ও মেহনতি মানুষ রয়েছেন, যারা প্রয়োজনে গভীর রাতে কাজের জন্য রাস্তাঘাটে বের হবার সাহস পান না। আমরা নারীদের জন্য নিরাপদ নগর-বন্দর গড়ে তুলতে চাই। এছাড়াও এই শহর-বন্দরে নারীদের জন্য একটিও পাবলিক টয়লেট নেই। আমি নির্বাচিত হলে নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেট হবে। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে। আমার প্রতিপক্ষ সকলে নারীর ভোট চায় শুধু; আমি নারীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”

সর্বশেষ

জনপ্রিয়