২৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৮, ২৬ জানুয়ারি ২০২৬

‘সন্ত্রাসী-চাঁদাবাজদের ভোট দিয়ে নিজেদের দুর্দশা আরও বাড়াবেন না’

‘সন্ত্রাসী-চাঁদাবাজদের ভোট দিয়ে নিজেদের দুর্দশা আরও বাড়াবেন না’

নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলা এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘কাস্তে’ মার্কার প্রার্থী কমিউনিস্ট নেতা হাফিজুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় আড়াইহাজার উপজেলা সদর এলাকায় রাস্তা-ঘাট, দোকানপাট ও মার্কেট ঘুরে সাধারণ মানুষের সংকট, সমস্যা ও আকাক্সক্ষার কথা শুনেন তিনি।

গণসংযোগকালে হাফিজুল ইসলাম জনগণকে উদ্দেশ্য করে বলেন, “আড়াইহাজারের মানুষ দুঃখ-দুর্দশার শেষ নেই। সময় এসেছে এই দুর্দশা থেকে মুক্তির পাওয়ার। গ্যাস সংকট নিরসন, মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত আড়াইহাজার গড়তে কাস্তে মার্কার সমর্থনে ঐক্যবদ্ধ হোন। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে সোনাখালী খাল ও ব্রহ্মপুত্র নদ প্রায় মৃতপ্রায়, যার ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং মাছ বিলুপ্ত হচ্ছে। বিগত সংসদ সদস্যরা এসব সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেননি। আমার পাশে থাকলে নদী-খাল দূষণমুক্ত করা, যুবসমাজকে মাদক থেকে রক্ষা করা, বেকার সমস্যা দূরীকরণে এলাকা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা এবং কৃষকদের সার, বীজ ও কিটনাশকসহ সহযোগিতা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর বিগত ৫৪ বছর ধনিক শ্রেণীর রাজনৈতিক দলগুলো পালাবদল করে দেশ শাসন করেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। তারা সংসদে ভোট দিয়ে বড়লোকদের স্বার্থে আইন বানায় এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ রাজনীতিবিদদের ভোট দিয়ে নিজেদের দুর্দশা আরও বাড়াবেন না। গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে লুটেরা রাজনীতির বিপরীতে বাম প্রগতিশীল বিকল্প রাজনৈতিক শক্তির সরকার প্রতিষ্ঠায় কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. এ. শাহীন, আড়াইহাজার থানা কমিটির সভাপতি লোকনাথ বর্মণ, সাধারণ সম্পাদক রিপন বর্মণ, থানা কমিটির সদস্য আক্তার ও দীন-দুনিয়া সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়