২৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৫, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৫৩, ২৬ জানুয়ারি ২০২৬

আলিরটেকে মনির কাসেমীর গণসংযোগে জনস্রোত

আলিরটেকে মনির কাসেমীর গণসংযোগে জনস্রোত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। খেজুর গাছ প্রতীকের মিছিল ও স্লোগানে এ সময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া, নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, আলিরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলহাস, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ সরদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নুরুজ্জামাল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহেদ সরদার, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ ৯ নং ওয়াড ইউপি সদস্য ইকবাল মাহামুদ বিএনপি ও জমিয়ত উলামা ইসলামের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিন মুফতি মনির হোসাইন কাসেমী গোপচরব, কুড়েরপার, কুরকেরচর, গঞ্জকুমার, আলিরটেক পুরান বাজার, ডিগ্রি চর ও মুক্তারকান্দি এলাকায় ধারাবাহিক গণসংযোগ করেন এবং একাধিক নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।

গণসংযোগ চলাকালে রাস্তার দুই পাশে উৎসুক জনতা ফুলের পাপড়ি ছিটিয়ে ও করতালির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান। খেজুর গাছ প্রতীকের স্লোগানে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আমরা কখনো মাথা নত করিনি। এখন পরিবর্তনের সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেজুর গাছ প্রতীকে ভোট দিতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে খেজুর গাছকে বিজয়ী করতে হবে।”

এ সময় তিনি ভোটের দিন সকালে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়