২৬ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:০৯, ২৬ জানুয়ারি ২০২৬

শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য: মাসুম বিল্লাহ

শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য: মাসুম বিল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ নগরের ১২ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে মুফতি মাসুম বিল্লাহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া মনোযোগ সহকারে শোনেন। তিনি এসব সমস্যার বাস্তবসম্মত সমাধানে কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে নগরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় তিনি বলেন, নগর উন্নয়ন ও জনকল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে নগরবাসীর জীবনমান উন্নত হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন শহর শাখা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন, সমন্বয়ক এইচ এম মিরাজুল ইসলাম, ছাত্রনেতা মো. জাহিদ হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 

সর্বশেষ

জনপ্রিয়