মনির কাসেমীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর চারটায় আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান মুফতি মনির হোসেন কাসেমীর হাত তুলে বলেন, “একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম—আমাদের সঙ্গে আমাদের এক ভাই আছেন। ধানের শীষের সঙ্গে খেজুর গাছ। তিনি সব সময় আমাদের আন্দোলন-সংগ্রামে ছিলেন। কাজেই তাকে পাশে রাখা আমাদের কর্তব্য। ঠিক আছে? ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আমরা ধানের শীষের পাশাপাশি খেজুর গাছকেও সঙ্গে নিয়ে আসব। ঠিক আছে? ইনশাআল্লাহ।”
জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এছাড়া অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও সাধারণ মানুষও জনসভায় উপস্থিত ছিলেন।





































