০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৯, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩১, ৩ জানুয়ারি ২০২৬

‘খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার মানুষের জন্য অনেক কিছু করেছেন’

‘খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার মানুষের জন্য অনেক কিছু করেছেন’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “দেশের প্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মানুষের কল্যাণে অসংখ্য কাজ করেছেন। তিনি এলাকার মানুষের সমস্যাগুলো শুনেছেন, তাদের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।”

শনিবার (৩ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী আমি নেত্রীকে প্রস্তাব দিয়েছি, যাতে এশিয়ার বৃহত্তম জুটমিল আদমজী জুটমিল বন্ধ করে নতুন শিল্প কারখানা স্থাপন করা হয়। নেত্রী সেই আহ্বান গ্রহণ করেছেন। আজ এখানে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এবং বাংলাদেশী শ্রমিকরা এখানে চাকরি পাচ্ছেন। বিশেষ করে নারী ও মেয়ে শ্রমিকদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমরা যারা সিদ্ধিরগঞ্জবাসী, আমাদের এই এলাকার প্রতি অনেক আবেগ রয়েছে। আমি এই মাটির সন্তান হিসেবে সবসময় এই এলাকার মানুষের পরিচয় বহন করেছি। নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেমন দোয়া করি, তেমনই আমাদের উচিত যে এই এলাকার মানুষও তাকে স্মরণ করে দোয়া করবেন।”

গিয়াস উদ্দিন জেলা বিএনপির তৎকালীন সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, “তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। আমি কৃতজ্ঞতাবোধ থেকে তার জন্য দোয়া করি।”

শোকসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম সভাপতিত্ব করেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তফা কামাল, জি এম সাদরিল, সেলিম মাহমুদ, অ্যাড. মাসুদজ্জামান মন্টু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, শ্রম-বিষয়ক সম্পাদক মোশরাফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মোস্তফা, ১০নং ওয়ার্ড সভাপতি আনিস সিকদার, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৭নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন, থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়