জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ, সদস্য সচিব সারফারাজ
নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার নতুন ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মাহফুজ খান জেলা শাখার আহ্বায়ক এবং সারফারাজ হক সজীব সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কমিটির মেয়াদ এক বছর।
নবগঠিত জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ ফারাবী, বায়েজিদ বোস্তামি, রবিউল ইসলাম রবিন, আবিদ রহমান, জিহাদ হোসেন রিয়াদ, কাউছার আহমেদ তীব্র, হাসান মাহমুদ রানা, সিয়াম হাওলাদার, তিশা চৌধুরী, রিয়াদ হোসেন, প্রিয়ন্তী দে আলিশা এবং হাসিবুর রশীদ হিরা।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সিয়াম রেজা, যুগ্ম সদস্য সচিব তানজিল ভূঁইয়া শিথিল, সাব্বির আল-রাজ, মুরাদ নাফিজ, হৃদয় হাসান, শাহাদাত হোসেন জিম, আব্দুল আজিজ, ইশা আক্তার প্রেমা, মেহেদী হাসান রাফিন, ইরফান সাদিক, তৌহিদুর রহমান অপি, রাকিবুল হাসান, মো. মুরাদ, মাসুদ রানা এবং মো. মাহিম হোসেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুখ্য সংগঠক নাজমুল ইসলাম, সংগঠক ইব্রাহিম খলিল আহাদ, আবির আব্দুল্লাহ, সাকিব আল হাসান, আফসানা মিমি সুইটি, আবু রাজিন ইসলাম, মো. আজাদ, মো. ফাহিম, জুনায়েদ ভুঁইয়া আদিল, তৌফিক হাসানমাহিম, তানভীর নেহাল, রিফাত খান, আরাফাত প্রধান, ইমন মিয়া, হাফিজ উদ্দিন ভূঁইয়া, মো. মহিদুল আল মাহী এবং শাহরিয়ার সৌরভ।
সদস্য পদে আছেন শ্রাবণী আক্তার, রিয়াদ আহমেদ জয়, মো. পাপ্পু, ফাহিম হাসান এবং রিপন ইসলাম রিদ্ধ।





































