০৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ৩ জানুয়ারি ২০২৬

মাঠ পর্যায়ে জনপ্রিয় শাপলা কলির আল আমিন, নেতাকর্মীদের উচ্ছাস

মাঠ পর্যায়ে জনপ্রিয় শাপলা কলির আল আমিন, নেতাকর্মীদের উচ্ছাস

গত দেড় বছর ধরে নারায়ণগঞ্জ ৪ আসনের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নেতাদের দল এনসিপির হয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন। নিয়মিত রাজনৈতিক নেতাদের সঙ্গে শলা পরামর্শ করে নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও নিয়েছেন।

৩ জানুয়ারী মনোনয়ন বৈধ হওয়ার পর সেই প্রস্তুতি যেমন আরো গতিশীল হয়েছে তেমনি নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এনসিপি নেতাকর্মী ও সমর্থকরা মনে করছেন, নারায়ণগঞ্জ-৪ আসনটি শাপলা কলির জয়ের জন্য বেশ ভালো অবস্থানে দাঁড়িয়েছে।

এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির একাধিক নেতাকর্মী জানান, ফতুল্লার সবগুলো ইউনিয়নে গত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সকল স্তরের নেতাকর্মীরা। ইউনিয়নের পাড়া মহল্লাগুলোতেও নিয়মিত প্রচারণা করা হয়েছে। পোস্টার, ব্যানারে ছেয়ে ফেলা হয়েছিল পুরো নির্বাচনী এলাকা।

এর বাইরে মসজিদ মাদ্রাসা, মন্দিরেও নিয়মিত প্রচারণা হয়েছে। বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা হয়। সেখানে এখন শাপলা কলি প্রতীকের পরিচিতি চলে এসেছে। 

নতুন করে জামায়াত সমর্থন দেয়ায় আরও শক্তিশালী হয়েছে শাপলা কলির অবস্থান। নির্বাচনের কেন্দ্র কমিটি গঠন থেকে শুরু করে কেন্দ্র এজেন্ট দেয়ার কাজ সম্পন্ন হয়েছে এরই মধ্যে। ফলে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে এনসিপি। 

জুলাই পদযাত্রাকালে চাষাঢ়ায় বিশাল জনসভা ও মানুষের মধ্যে জাগরণ তৈরী করে নারায়ণগঞ্জে আল আমিনকে আলাদা ভাবে পরিচয় দাড় করায়। মনোনয়ন বৈধ হবার পর নেতাকর্মীদের মধ্যে এখন নির্বাচনী উচ্ছ্বাস।

সর্বশেষ

জনপ্রিয়