খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) বাদ আসর নগরীর ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে অসহায় মানুষের মাঝে প্রস্তুত খাবার বিতরণ করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি সলিমউল্লাহ করিম সেলিম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সদর থানা বিএনপি নেতা লিংকন খান, মহানগর কৃষক দলের সহ-সভাপতি শালেহ আহম্মেদ রনি ও মশিউর রহমান মশু, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন খান, বিএনপি নেতা আকরাম প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, জুয়েল আহম্মেদ, এজাজ আহম্মেদ, মো. সনেটসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জাকির খান সাংবাদিকদের বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তাঁর চলে যাওয়ার শোক অপূরণীয়, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন ‘গণতন্ত্রের মা’ ও জাতির অভিভাবক। সারাজীবন তিনি জনগণের অধিকার ও কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এমন নেত্রী জাতি সহজে আর পাবে না।”
মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।





































