খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির দোয়া
বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ ঘাটে ১১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এম সার্কাস সংলগ্ন হাজীগঞ্জ ঘাট এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক মো. বদরুল হক, ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. টিপু খান এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রমজান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদেক হোসেন আলম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. নাসির।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ত্যাগ এবং দেশের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।





































