নারায়ণগঞ্জ-১: দিপুসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ২
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন দুই প্রার্থী। তবে, বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনটি দিয়ে যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেন রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাইতে বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন। তাদের মধ্যে সাবেক যুবদল নেতা দুলালের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই করতে গিয়ে সঠিক তথ্য পাননি বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে, সিপিবির প্রার্থী মনিরুজ্জামান তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় স্বাক্ষর করেননি বলে জানান রায়হান কবির।
বৈধ বলে ঘোষিত হয়েছে: বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. রেহান আফজাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লার মনোনয়নপত্র।





































