নারায়ণগঞ্জ-৩: রেজাউল বাতিল, মান্নান-গিয়াসসহ বাকিরা বৈধ
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অসম্পূর্ণ হলফনামার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। রেজাউল করিম বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও দলের নির্বাহী কমিটির সদস্য।
তিনি ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির।
শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত আসনটির জন্য জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শুরু হয়।
বৈধ প্রার্থীরা হলেন: গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস, জনতার দলের প্রার্থী আবদুল করিম মুন্সী, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির প্রার্থী আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম মসীহ্, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইকবাল হোসেন ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আতিকুর রহমান নান্নু মুন্সী ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. ওয়াহিদুর রহমান মিল্কী।





































