তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নেবেন নারায়ণগঞ্জের কয়েক লক্ষ নেতাকর্মী
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে কয়েক লক্ষ নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
বিএনপি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। পরদিন বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেবেন তিনি।
তারেক রহমানকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংবর্ধনায় অংশগ্রহণ করাই তাদের লক্ষ্য।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই ঐতিহাসিক মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কোনো কমতি রাখবে না। কয়েক লক্ষ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেবো।”
তিনি জানান, বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে পূর্বাচলের উদ্দেশ্যে রওনা হবেন। এর পাশাপাশি মঙ্গলবার বিকেলে চিটাগাং রোড এলাকা থেকেও নেতাকর্মীদের একটি অংশ পায়ে হেঁটে যাত্রা শুরু করবে।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহানগর বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কয়েক লক্ষ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেবো।”
এদিকে গণসংবর্ধনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। একইসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীও নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে গণসংবর্ধনায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন।
দলীয় নেতারা জানান, বিপুল জনসমাগমের কারণে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।





































