২৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৪, ২৩ ডিসেম্বর ২০২৫

পোস্টাল ভোট দিতে নারায়ণগঞ্জের ৯৪৬৮ জন ভোটারের নিবন্ধন

পোস্টাল ভোট দিতে নারায়ণগঞ্জের ৯৪৬৮ জন ভোটারের নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট প্রদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে  এখন পর্যন্ত নারায়ণগঞ্জের ৯৪৬৮ জন ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে অনুমোদন পেয়েছেন ৮২৬০ জন ভোটার। অনুমোদিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৮৭০২ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭৬৬ জন। সেই সাথে অনুমোদনের অপেক্ষায় আছেন নিবন্ধন করা ১২০৮ জন ভোটার। 

নির্বাচন কমিশন (ইসি) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভোটারদের সর্বশেষ নিবন্ধন অনুযায়ী এই তথ্য জানা যায়। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে বলা হয়, এ তালিকায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রবাসী বাংলাদেশি ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে ইসি। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে অ্যাপ-এর মাধ্যমে অথবা নির্বাচন কমিশনের ওয়েব সাইট হতে ভোটারগণ অবগত হবেন। 

ভোট প্রদানের জন্য ভোটারগণ ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ-এ লগইন করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন এবং নির্দেশিকাতে প্রদত্ত পদ্ধতিতে ব্যালট পেপারে প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন প্রদান করবেন।

ভোটিং সিস্টেমের পলিসি অনুযায়ী, প্রবাসীদের কেউ যদি (আগে থেকে প্রার্থীর বিষয় নিশ্চিত হয়ে) প্রতীক বরাদ্দের আগে ভোট দেন সেক্ষেত্রে তার ভোট বাতিল হবে না। তবে নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দ হওয়ার পর প্রার্থী দেখে ভোট দেবেন প্রবাসীরা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশি ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। তবে ২৫ ডিসেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। কারণ এরপরে তাদের কাছে মেইল পাঠানো সম্ভব হবে না।

সেই সাথে নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন ১৮ থেকে ২৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।

কারাগারে আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন ২১ থেকে ২৪ ডিসেম্বর, সরকারি চাকরিজীবীদের নিবন্ধন আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসি’র পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান। অন্যথায় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতীত পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের নিকট প্রেরণ করা সম্ভব হবে না।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

উল্লেখ্য,গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

সর্বশেষ

জনপ্রিয়