বন্দরে স্কুলছাত্রী আলিফা নিহতের ঘটনায় হত্যা মামলা
বন্দরে নিখোঁজের এক দিন পর পঞ্চম শ্রেণির ছাত্রী আলিফা আক্তার রোজামনির (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত আলিফার মা পারভিন বেগম বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) বন্দর থানার ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় জনৈক দেলোয়ার হোসেনের বসতবাড়ির সামনে রাস্তার ওপর থেকে আলিফার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলিফা আক্তার রোজামনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার রামপাল ধলাগাঁও (হাওলাদার বাড়ি) এলাকার আলী মিয়ার মেয়ে। পরিবারটি দীর্ঘদিন ধরে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার জামান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। আলিফা স্থানীয় সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আলিফা খেলাধুলার উদ্দেশ্যে ভাড়াটিয়া বাসা থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
পরদিন সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বাদিনীর প্রতিবেশী ইয়াছমিন ও তার স্বামী আক্তার হোসেন এসে জানান, দড়ি সোনাকান্দা এলাকায় আক্তার হোসেনের ভাই দেলোয়ার হোসেনের বসতবাড়ির সামনে রাস্তার ওপর একটি মেয়ের লাশ পড়ে আছে। এ সংবাদ পেয়ে বাদিনী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আলিফার বলে শনাক্ত করেন।
পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হলে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকা-ের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।





































