২২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৬, ২২ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৩: গণসংহতি আন্দোলনের চূড়ান্ত প্রার্থী অঞ্জন দাস

নারায়ণগঞ্জ-৩: গণসংহতি আন্দোলনের চূড়ান্ত প্রার্থী অঞ্জন দাস

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অঞ্জন দাস।

অঞ্জন দাস বর্তমানে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মনোনয়নপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অঞ্জন দাস বলেন, “এই মনোনয়ন কোনো ব্যক্তির একক অর্জন নয়। এটি শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ এবং বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইরত জনগণের সংগ্রামের স্বীকৃতি। নারায়ণগঞ্জ-৩ আসন দীর্ঘদিন ধরে লুটপাট, দখলদারিত্ব, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতির শিকার। এই অবস্থার পরিবর্তন আনতে আমরা জনগণের শক্তির ওপর ভর করেই লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়; বরং রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তোলার লড়াই। জনগণই হবে এই লড়াইয়ের প্রধান শক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন সোনারগাঁও থানার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য রাতুল দেওয়ান, কাজী মাশরাফিসহ গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়