২২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১১, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:১৩, ২২ ডিসেম্বর ২০২৫

গণমাধ্যমে হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের সমাবেশ

গণমাধ্যমে হামলার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের সমাবেশ

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লা প্রেসক্লাব। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম চালানোর কারণে প্রথম আলো ও ডেইলি স্টার শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরাগভাজন হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও একটি গোষ্ঠী এখন এই দুটি গণমাধ্যমকে শত্রু হিসেবে বিবেচনা করছে। এরই ধারাবাহিকতায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে।”

তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক এম এ সুমন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ডেইলি স্টার-এর স্টাফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম, জসিম উদ্দিন, সাংবাদিক রফিকুল্লাহ রিপন, আরিফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা, বকুল, মুন্না প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়