২২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৯, ২২ ডিসেম্বর ২০২৫

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় র‍্যাবের হাতে এক ডাকাত গ্রেপ্তার

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় র‍্যাবের হাতে এক ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে একটি গার্মেন্টসে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আসলাম (৪০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বন্দর থানাধীন মনার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মো. আসলাম বন্দর থানার মনার বাড়ি (লক্ষণখোলা) এলাকার আলী হোসেনের ছেলে।

র‍্যাব জানায় গত ১৮ ডিসেম্বর ভোররাত আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর–মদনগঞ্জ সড়কের তালতলা এলাকায় অবস্থিত এসএফ ডেনিম অ্যাপারেলস গার্মেন্টসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় গার্মেন্টসটির সিকিউরিটি অফিসার মো. আব্দুল ওয়াহেদ বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। 

এজাহার ও প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকাত দল কারখানার পূর্ব পাশের খোলা জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে সিকিউরিটি সুপারভাইজার ও চারজন নৈশপ্রহরীর হাত-পা বেঁধে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে নম্বরবিহীন একটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪ টন রড, ৪৫ কয়েল বৈদ্যুতিক ক্যাবল, ৬০টি হ্যালোজেন লাইট, ২০টি এলইডি লাইট এবং একটি পানির পাম্পসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদের মারধরে সিকিউরিটি সুপারভাইজার জাহাঙ্গীর ও নৈশপ্রহরী ওমর ফারুক আহত হন। এ ঘটনায় গার্মেন্টসটির আনুমানিক ১৪ লাখ ৬৯ হাজার ২৩০ টাকার ক্ষতি হয় বলে জানানো হয়েছে।

মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে বন্দর থানাধীন মনার বাড়ি এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়